শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৫ ফেব্রুয়ারী ২০১৪, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

সিজে গ্রুপের চেয়ারম্যানের চার বছরের জেল


সিউল, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪:

কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানীগুলোর একটি সিজে গ্রুপের চেয়ারম্যান লি জে হিয়নকে ৪ বছরের কারাদন্ড ও ২৬ বিলিয়ন উওন জরিমানা করেছে কোরিয়ার একটি আদালত। কর ফাঁকি এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগে সিউল কেন্দ্রীয় জেলা আদালত এই শাস্তি দেয়। কোর্টের রায়ে বলা হয়েছে লি সিজে কোম্পানীর বিভিন্ন ব্যবসায় কর ফাঁকি দিয়েছে।

PYH2014021406370031500_P2ট্যাক্স ফাঁকির অভিযোগে ২০১৩ সালের জুলাই মাসে লি’কে গ্রেপ্তার করা হয়। শারীরিকভাবে অসুস্থ লি’কে গত বছরের আগস্টে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়।

স্যামসাং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে সিজে (Cheil Jedang) ১৯৫৩ সালে কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৯০ সালে স্যামসাং কোম্পানী ভাগাভাগি হলে সিজে নতুন গ্রুপ হিসেবে ব্যবসা শুরু করে। কোরিয়ার সবচেয়ে থিয়েটার কম্পপ্লেক্স সিজিবি সিজে গ্রুপেরই একটি প্রতিষ্ঠান