সিউল, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪:
বৃটেনে সুপরিচিত দুই বোন রুপা হক (৪১) ও কোনি হক (৩৮) সফল বাংলাদেশী হিসেবে নতুন করে সম্মানিত হলেন। ২৮ জানুয়ারি হাউজ অব কমন্সে বার্ষিক বাংলা পাওয়ার লিস্টে উদীয়মান প্রভাবশালী ক্যাটিগরিতে পুরস্কার জিতে নেন রুপা হক। ইলিং সেন্ট্রাল এবং এক্টনের জন্য লেবার পার্টির পরবর্তী এমপি প্রার্থী হবেন বলে সমপ্রতি তার নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইলিংয়ের সাবেক ডেপুটি মেয়র ছিলেন।
এদিকে তার বোন কোনি হক গণমাধ্যমে সফলতার জন্য পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশদের অর্জনকে সম্মান দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারের মন্ত্রী ব্যারনেস ওয়ার্সি এবং অর্থ মন্ত্রণালয়ের প্রধান সচিব ড্যানি আলেক্সান্ডার। কিংসটন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার রুপা হক ইতিমধ্যে তার লেখা দুটি বই প্রকাশ করেছেন। ওই পাওয়ার লিস্টে ১৯টি ভিন্ন ক্যাটিগরিতে ১০০ জন প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী এবং সফল বাংলাদেশীকে মনোনয়ন দেয়া হয়। সূত্রঃ নতুনবার্তা।






































