cosmetics-ad

খিয়ংজুতে রিসোর্টের ছাদ ভেঙ্গে ১০ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

অনলাইন প্রতিবেদক, সিউল, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪:

দক্ষিণ কোরিয়ার খিয়ংজুতে একটি রিসোর্টের ছাদ ভেঙ্গে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কোরিয়ার প্রধান সংবাদ সংস্থা ইউনহাপ।

PYH2014021801320031500_P2

গতকাল বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ৫৬৫জন নতুন শিক্ষার্থী ওয়েলকাম পার্টির আয়োজন করা হয় খিয়ংজুর মানুয়া ওশান রিসোর্টে। দূর্ঘটনায় ১০জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কোরিয়ার নিরাপত্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া ১০১জন আহত ছাত্রছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধ্বংসাত্মক ভবনটি পরিস্কার এবং পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় রিসোর্টটি অপেক্ষাকৃত উঁচু পাহাড়ের উপরে হওয়ায় এবং অতিরিক্ত তুষারপাতের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লেগেছে।

উল্লেখ্য, বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ছাত্রছাত্রীদের সংগঠন স্টুডেন্ট কাউন্সিল প্রতিবছরের মত এবারও নতুন ছাত্রছাত্রীদের জন্য ওয়েলকাম পার্টির আয়োজন করে।