Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় ছাদ ধসে ছাত্রছাত্রী নিহতের ঘটনা তদন্তের নির্দেশ

সিউল, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক খিয়ংজু শহরে ছাদ ধসে ছাত্র ছাত্রী নিহতের ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। গতকাল বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ৫৬৫জন নতুন শিক্ষার্থী ওয়েলকাম পার্টির আয়োজন করা হয় খিয়ংজুর মানুয়া ওশান রিসোর্টে।

chardike-ad

PYH2014021801320031500_P2কেবিনেট মিটিংয়ে পার্ক বলেন, এতোগুলো প্রাণহানির ঘটনা খুবই হৃদয় বিদারক। অবশ্যই ঘটনার পূর্ণ তদন্ত করতে হবে। এদিকে ইসরাইল সীমান্তবর্তী মিশরে পর্যটক বহনকারী বাসে বোমা হামলায় দক্ষিণ কোরিয়ার অন্তত ৩ জন নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এ দুর্ঘটনাটি ঘটল।

রোববারের হামলাটি একটি আত্মঘাতি বোমা হামলা বলে মনে করছে পুলিশ। হামলায় বাস ড্রাইভারও প্রাণ হারায়। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা বলছেন, ছাদে বরফের স্তুপের ভারে দুর্ঘটনাটি ঘটতে পারে।

দেশটির নিরাপত্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১শ’রও বেশি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। প্রায় ১৪শ’ উদ্ধারকর্মী তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।