Search
Close this search box.
Search
Close this search box.

এক নজরে দুই কোরিয়ার পরিবারগুলোর পুনর্মিলন

অনলাইন প্রতিবেদক, ঢাকা, ২০ ফেব্রুয়ারী, ২০১৪:

কোরিয়াভাগের কারনে আলাদা হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলন প্রক্রিয়া নজিরবিহীন বিপত্তির মুখে পড়েছে। প্রার্থীদের বার্ধক্য ও শারীরিক দুর্বলতা এই সমস্যার সৃষ্টি করছে। একজন সম্প্রতি মারা গেছেন এবং আরও অনেকেই যথাসময়ে সাক্ষাতের সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছেন।

chardike-ad

দ. কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, পৃথক হয়ে যাওয়া পরিবারগুলোর দক্ষিণ কোরিয়ান সদস্য সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ২৬৪ জন। ২০১৩ সালের শেষ নাগাদ এদের মধ্যে ৭১ হাজার ৪৮০ জন পুনর্মিলনের জন্য নিবন্ধন করেছেন। অথচ আরও অন্তত ১ হাজার ৯৮৮ জন এখনও জীবিত রয়েছেন বলে মন্ত্রণালয়ের কাছে তথ্য রয়েছে। মন্ত্রণালয় বলছে জীবিত সদস্যদের ১১ শতাংশেরও বেশীর বয়স ৯০ বছর বা তার বেশী, ৪২ শতাংশ আশির কোঠা পেরিয়েছেন এবং অন্তত ২৯ শতাংশ বয়সে সত্তরোর্ধ্ব।

20140217001389_0উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে এ যাবত ১৮টি সরাসরি পুনর্মিলনী ও ৭টি ভিডিও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪ হাজার ৩৮০টি পরিবারের ২২ সহস্রাধিক সদস্য এসব পুনর্মিলনীতে অংশ নিয়েছেন। কোরিয়া হেরাল্ড থেকে নেওয়া।