Search
Close this search box.
Search
Close this search box.

অশ্রুসিক্ত মিলন দুই কোরিয়ার স্বজনদের

অনলাইন প্রতিবেদক, ঢাকা, ২০ ফেব্রুয়ারী, ২০১৪:

ছয় দশক পরে মা মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজনের দেখা। আনন্দ আর কান্না দুটোই উপভোগ করেছে দুই কোরিয়ার প্রবীণ স্বজনরা। কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই কোরিয়ার শত শত স্বজন আজ দেখা করলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

chardike-ad

PYH2014022014480031500_P2 (1)

আজ সকালে দক্ষিণ কোরিয়া থেকে ৮২ জন প্রবীণ দুই কোরিয়ার সীমান্তে পাহাড়ি রিসোর্স মাউন্ট কুমগ্যাংয়ে স্বজনদের সাথে দেখা করতে যান। যারমধ্যে ১২ জন হুইল চেয়ারে বসে এবং দুই জন অ্যাম্বুলেন্সে করে রওয়ানা দেন। তারা স্বজনদের জন্য উপহার সামগ্রী, ওষুধ ও খাবার নেন। উত্তর কোরিয়ার অন্তত ১৮০ জন তাদের প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ পেয়েছেন।

দুই কোরিয়ার মধ্যে শুরু হওয়া স্বজনদের এই পুনর্মিলনী আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানা গেছে।