Search
Close this search box.
Search
Close this search box.

সাইবার অস্ত্র তৈরি করছে দক্ষিণ কোরিয়া

সিউল, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪:

উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্রগুলোর ক্ষতিসাধনের লক্ষ্যে সাইবার অস্ত্র তৈরি করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের একটি পরিকল্পনার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া সরকারের কাছে পেশ করে। সংবাদ মাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। খবর বিবিসির।

chardike-ad
351756_North-Korean-soldiers
একটি রকেটের সামনে উত্তর কোরিয়ার দুইজন সৈনিক

দক্ষিণ কোরিয়া স্টাক্সনেটের মতোই একটি সাইবার অস্ত্র তৈরি করবে বলে জানা গেছে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ক্ষতিসাধনের জন্যই স্টাক্সনেট সফটওয়্যারটি তৈরি করা হয়। প্রাথমিকভাবে এ সফটওয়্যারটি ব্যবহার করেই দক্ষিণ কোরিয়া তাদের মিশন পরিচালনা করবে বলে জানায়।

২০০৬ সালে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়। এর পর থেকেই এ অঞ্চলে এ ঘোষণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির এ ঘোষণা হুমকি হিসেবে গ্রহণ করে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সাইবার অস্ত্র তৈরির বর্তমান সিদ্ধান্তের ফল খুবই খারাপ হবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কারণ সাইবার হামলার এ ধরনের প্রবণতা ছড়িয়ে পড়তে পারে। ফলে পৃথিবী ধ্বংসের সম্মুখীন হবে বলেও মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। উল্লেখ্য, এর আগেও দক্ষিণ কোরিয়া এ ধরনের সাইবার অস্ত্র তৈরি করছে বলে খবর পাওয়া যায়। কিন্তু দেশটির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ২০১২ সালের নির্বাচনে সাধারণ মানুষকে প্রভাবিত করতে এ ধরনের খবর রটিয়েছিল।

সুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, এ ধরনের হামলা খুবই ভয়ঙ্কর রূপ নিতে পারে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সাধারণত পারমাণবিক হামলা একবার হয়ে গেলে তার ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এ ধরনের সাইবার হামলা হলে দক্ষিণ কোরিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে।’ সূত্রঃ বণিকবার্তা।