Search
Close this search box.
Search
Close this search box.

অস্ট্রিয়ায় মসজিদ বন্ধের সিদ্ধান্ত বাতিল

mosjidঅস্ট্রিয়া সরকারের মসজিদ বন্ধ করে দেয়ার একটি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে দেশটির আদালত। আরব দেশগুলোর পক্ষ থেকে এসব মসজিদ তৈরি ও পরিচালিত হচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মুখপাত্র এ কথা জানান।

ইসলামিক রিলিজিয়াস কম্যুনিটি অব অস্ট্রিয়ার (আইজিজিও) প্রধান উমিত ভুরাল এক বিবৃতিতে জানান, সরকার ছয়টি মসজিদ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ভিয়েনার আদালত সরকারের সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য ইস্যুতে আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

chardike-ad

গত বছর দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ’র ডানপন্থী সরকার সাতটি মসজিদ বন্ধ এবং অনেক ইমামকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এক সংবাদ সম্মেলনে কুর্জ জানান, রাজনৈতিক ইসলামকে ঠেকানোর অংশ হিসেবেই তার সরকার এ পদক্ষেপ নিচ্ছে। সে সময় তিনি আরো বলেন, স্বরাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে, সাতটি মসজিদের কার্যক্রম বৈধ নয়।

অভিযুক্ত সাতটি মসজিদের মধ্যে একটি মসজিদ ছিল তুরস্কের সহায়তায় নির্মিত। গত জুনে রাষ্ট্রের নিয়মবিধি পূর্ণ করার পর সেটি আবারো খুলে দেয়া হয়।

সূত্র: আনাদোলু