Search
Close this search box.
Search
Close this search box.

কুয়েতে গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

kuqait-ekramulকুয়েতে ওয়ান এইট গাড়ির ধাক্কায় কর্মস্থলেই মো. একরামুল খান (৩২) নামে এক বাংলাদেশি নিহত ও তিন জন আহত হয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির আহমেদি মিনা আব্দুল্লাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের প্রতিবেশী সাহেব শেখ জানান, একরামুল নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধবখালীর আব্দুর রহমান খানের ছেলে। সে নতুন ভিসায় এক বছর হল ৭ লাখ টাকা খরচ করে ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়ে কুয়েতে এসেছিল। রাস্তার পাশে ফুলগাছ পরিচর্চার কাজ করত।

chardike-ad

ঘটনার সময় কাজের ফাঁকে ৪ জন মিলে রাস্তার পাশে বসে সকালের নাস্তা করছিল। এ সময় দ্রুত গতির বেপরোয়া একটি ওয়ান এইট গাড়ি ধাক্কায় ঘটানাস্থলেই একরামুল মারা যায়। বাকি তিন জনকে গুরুতর আহত অবস্থায় ফরওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, দেশে একরামুলের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। মরদেহ বর্তমানে ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। কোম্পানির সঙ্গে আলাপ করে আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানো চেষ্টা চলছে।