Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

trumpযুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করেছেন। খবর বিবিসির। খবরে বলা হয়, দেশটির কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশী প্রতিপক্ষ’ থেকে সুরক্ষার জন্য তিনি এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

যারা বিদেশী টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে। তবে আদেশে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে কোনো নির্দিষ্ট কোম্পানির নাম উল্লেখ করেননি। তবে বিশ্লেষকদের মতে, চীনের টেলিকমিউনিকেশনস জায়ান্ট হোয়াইয়েকে বিশেষভাবে টার্গেট করেছেন।

chardike-ad

চীনের এই কোম্পানি যারা টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় কোম্পানি তারা অস্বীকার করে বলেছে তাদের কাজ কোনো ঝুঁকি তৈরি করছে না।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের এই আদেশের লক্ষ্য হলো ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে আমেরিকাকে রক্ষা করা।