Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসে গিয়ে প্রভাসের দেখা পেলেন সুজানা

suzanaভারতের দক্ষিণের সুপারস্টার প্রভাসের দেখা পেলেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুবাই যাওয়ার পথে বিমানে ‘বাহুবলী’খ্যাত এই অভিনেতার সঙ্গে দেখা হয় তার। কুশল বিনিময়ের ফাঁকে এ সময় প্রভাসের পাশে দাঁড়িয়ে চমৎকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করতেও ভুল করেননি তিনি।

প্রভাসের সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সুজানা। মুহূর্তে ছবিটি সবার নজরে আসে। পোস্টে সবাই হুড়মুড়ে লাইক ও কমেন্ট করতে শুরু করেন। প্রভাসের পাশে প্রথমবার বাংলাদেশি কোনো তারকাকে দেখে অনেকেই চমকে উঠেন। ছবিটির কমেন্টে সুজানা নিজেই জানান দুবাইতে যাওয়ার পথে তার সঙ্গে হঠাৎ দেখা।

chardike-ad

গত ২৯ আগস্ট প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতসহ নানা দেশে। সিনেমাটি দুবাইতেও মুক্তি পেয়েছে। আর সেজন্যই মধ্যপ্রাচ্যে প্রভাসের যাত্রা। তবে সফরে তার সঙ্গে সিনেমাটির নায়িকা শ্রদ্ধা ছিলেন কিনা তা জানা যায়নি।