শুরু থেকেই দেশের চলচ্চিত্রে বুঝে বা না বুঝে, অথবা অসচেতনভাবে বলিউডের অনুকরণে নাচের দেখা মিলছে। এতে কখনোই শক্ত ভিত পায়নি, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির ছোঁয়া। বিষয়টির সাথে একমত নির্মাতারাও। তবে, দায় নিতে রাজি নন কেউ। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতেই ব্যস্ত সবাই। খবর চ্যানেল ২৪ বাংলাদেশের সিনেমার বয়স, প্রায় ৬ দশক।