শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৩১ অক্টোবর ২০১৭, ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার

সরকারের শীর্ষ ব্যক্তিদের বাসভবন ছিল টার্গেট


rabজঙ্গিরা বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাত বা হামলা চালানোর পরিকল্পনা করছিল। একই সঙ্গে বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে নিয়ে অবতরণ করারও ছক আঁকছিল তারা। এ বিষয়ে জঙ্গি আব্দুল্লাহর সঙ্গে পাইলট সাব্বির এনামের (৩১) আলাপ হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান সাব্বির।

মঙ্গলবার কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, বাংলাদেশে বিমানের মতো সংবেদনশীল স্থানে সাব্বির চাকরিরত। যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির যাতায়াত রয়েছে। সেখানে তারা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে রিক্রুট করার পরিকল্পনা করে।

এর আগে ভোরে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবির সদস্য সাব্বির এনাম সাব্বির (৩১), তার মা মোসাম্মৎ সুলতানা পারভীন (৫৫), সাব্বিরের মামাতো ভাই আসিফুর রহমান আসিফ (২৫), স্থানীয় চা দোকান্দার মোহাম্মদ আলমকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব-৪।