
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া। রোববার চীনের বেইজিং সফরে এসে দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতা এই আশাবাদ ব্যক্ত করেন।
চীন সফরে যাওয়া দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার পার্ক বিয়ং-সিউগ। তিনি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে লেখা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একটি চিঠি হস্তান্তর করা হয়।
রোববারের আলোচনায় পার্ক বিয়ং-সিউগ চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই সফরের মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোয় শীতল হওয়া সিউল-বেইজিং সম্পর্ক স্বাভাবিক করার পথ খুলবে বলে তিনি আশা করছেন।





































