Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশকে টপকাতে পারল না পাকিস্তান

cricketঘরের মাঠে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশকে টপকে অষ্টম স্থানে উঠে আসতো পাকিস্তান। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি রোববার বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ২-০ তে সিরিজ জেতা আজহার আলির দল র‍্যাঙ্কিংয়ের নবম স্থানেই থেকে গেল।

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে র‍্যাঙ্কিংয়ে নিজেদের স্মরণকালে সবচেয়ে বাজে অবস্থান নবম স্থানে চলে যায় পাকিস্তান। আজহার আলির দলকে হোয়াইটওয়াশ করার সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে চলে আসে। নিজেদের মাটিতে জিম্বাবুয়েকে হারিয়ে ৮ নম্বরে চলে আসার সুযোগ পেয়েছিল পাকিস্তান। তবে বৃষ্টি তাদের সে স্বপ্ন ধুয়ে দিয়ে যায়।

chardike-ad

ফলে আগামী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু করেছে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নদের।