প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার এবারই প্রথম আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেড়েছে দক্ষিণ কোরিয়ায়। শুক্রবার কোরিয়া সেন্টার ফর ডিজিজ এন্ড প্রিভেনশনের সেন্টারের পক্ষ থেকে এমনটি বলা হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১০ জন। যা এর আগের দিনের চেয়ে চারজন কম। এছাড়া ১৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্তদের মধ্যে ৬১ জনই দায়েগু শহরের। এই দায়েগু শহরের একটি হাসপাতাল এবং একটি ধর্মীয় গ্রুপ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এছাড়া দক্ষিণ কোরিয়ায় সিজং শহরে ১৭ জন এবং রাজধানী সিউলে আক্রান্ত হয়েছেন ১৩জন। দক্ষিণ কোরিয়াতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৭৯ জন।