cosmetics-ad

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

noman

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার সময় তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে তিনি বালু ঝড়ের কবলে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নূর নবী নামে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নোমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।