Search
Close this search box.
Search
Close this search box.

wasim-akramকরোনাভাইরাসের কারণে সর্তকতা অবলম্বনে স্বপরিবারে ১৫ দিনের জন্য সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে স্ত্রী শানেইরা ও মেয়ে আইলাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন আকরাম। ভিডিওটিতে আকরাম বলেছেন, ইতোমধ্যেই অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছি আমরা। সেচ্ছায় কোয়ারেন্টাইনের জন্য ঘরের বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছি আমরা। পরিবারের সাথে সময়টা ভালো কাটছে আমাদের।

এছাড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, তার মেয়ে আইলা আকরামের মাথায় ঝুটি বেঁধে দিয়েছেন এবং চিরুনি দিয়ে আচড়িয়ে দিচ্ছেন। পরিবারের সাথে এমন সময় উপভোগ করাটাই স্বাভাবিক।