Search
Close this search box.
Search
Close this search box.

এশিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড স্যামসাং

ডেস্ক রিপোর্টঃ সনি এবং এপলকে টপকে স্যামসাং এশিয়ার সবচেয়ে দামি ব্রান্ডের মর্যাদা পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে এপল এবং তৃতীয় স্থানে সনি স্থান পেয়েছে। নিয়েলসেন, ক্যাম্পেইন এশিয়া প্যাসিফিক এবং আমেরিকার সিএনবিসি যৌথভাবে এশিয়ার ১২টি দেশের ৪৮০০ মানুষের উপর গবেষণা করে এই তথ্য পেয়েছে। গত চার বছর ধরে সনি এশিয়ার দামি ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়ে আসছিল। অন্যদিকে এপল ৬ষ্ট অবস্থান থেকে সনিকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছে। অন্যান্য ব্র্যান্ডগুলোর মধ্যে জাপানিজ জায়ান্ট প্যানাসনিক, ক্যানন এবং কোরিয়ান জায়ান্ট এলজি স্থান পেয়েছে।