Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপে শীর্ষ ১০ ধনী ফুটবলার

সিউল, ১৪ জুন ২০১৪:

বিশ্বকাপ শুরুর আগে ব্রিটিশ মিডিয়ার নতুন আগ্রহের বিষয় ধনী ফুটবলার! এ নিয়ে বেশ হৈচৈ পড়েছে ব্রিটেনে। কারণ শীর্ষ ১০ ফুটবলারের তালিকায় যে তিন ব্রিটিশ ফুটবলার_ ওয়েন রুনি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও স্টিভেন জেরার্ডের নাম! তিন, সাত ও আট নম্বরে থাকা এ তিনজনের আয় যথাক্রমে ৯৫, ৬০ ও ৫৫ মিলিয়ন ডলার।

chardike-ad

719px-WC-2014-Brasil.svg_তবে শীর্ষে দুটি আসনে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টিনার লিওনেল মেসির নাম। তাদের আয় যথাক্রমে ২৩০ ও ১৮০ মিলিয়ন ডলার। ধনী ফুটবলারদের নিয়ে গড়া এলিট দলের নাম দেয়া হয়েছে ওয়েলথ ইলেভেন। বাকি পাঁচটি আসনে রয়েছেন আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা (চতুর্থ, ৯০ মিলিয়ন) ও ইয়াইয়া তোরে (ষষ্ঠ, ৭০ মিলিয়ন), ক্যামেরুনের স্যামুয়েল ইতো (পঞ্চম, ৭০ মিলিয়ন), স্পেনের ফার্নান্দো তোরেস (নবম, ৫০ মিলিয়ন) ও ইতালির জিয়ানলুইজি বুফন (দশম, ৫০ মিলিয়ন)।