চলতি বছরের এপ্রিলে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তান তথা বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর ফের বাংলাদেশে আসছেন এই সংগীতশিল্পী। আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। কনসার্টের বাকি আছে আরও ৩৭ দিন। এরই মধ্যে সোল্ড আউট হয়ে গেছে আতিফ আসলামের কনসার্টের টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে।
তিনি জানান, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারণ ক্ষমতার চেয়েও কম টিকিট বিক্রি করেছেন আয়োজকরা। আর কোনো টিকিট পাওয়া যাবে না। এদিকে ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, তার এখনো কোনো অনুমতি মেলেনি। একটি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ অনুমতির জন্য আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে।
এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি। কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতালের।