অনুষ্ঠিত হলো ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা ব্র্যান্ডটক ৫.০। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় মার্কেটিং পেশাজীবিদের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ২৫০টির বেশি মার্কেটিং ও ব্র্যান্ডিং সেক্টরের পেশাজীবী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
পঞ্চমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানের এবছরের থিম ‘স্টোরিজ অব রিভাইভাল অ্যান্ড রাইজ’, যেখানে শীর্ষস্থানীয় বক্তারা ব্র্যান্ড এবং ব্যবসায়িক কৌশল নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
এ আয়োজনে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসির কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, আকিজ ইনফোটেক এবং বিপিএল লিমিটেডের সিইও গালিব বিন মোহাম্মদ ও জিএম কামরুল হাসান, এসিএই লজিস্টিকস লিমিটেডের ডেপুটি ডিরেক্টর মাহাদী ফয়সাল, অ্যাডকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজিম ফারহান চৌধুরী, গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব, উর্মি গ্রুপের ডিরেক্টর শামারুখ ফখরুদ্দিন, সিএমও বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুমাইয়া মুতিয়াতুর রাসুল, নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর এবং বোর্ড মেম্বার সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, একমি ফুডস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, সোশিয়ান এআইয়ের কো-ফাউন্ডার, সিইও তানভীর সৌর্ এবং ই-কমার্স প্রতিষ্ঠান চারদিকে ডট কম এর সিইও সারওয়ার কামাল তাদের নিজেদের বক্তব্যে ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং, সাসটেইনেবিলিটি, সিএসআর, এবং রিটেইল মার্কেটিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রাখেন।
অনুষ্ঠানে বক্তারা ব্র্যান্ডিং ও ব্যবসার ক্রমবর্ধমান পরিবর্তনের প্রেক্ষাপট আলোচনা করেন।
ব্র্যান্ডটক ৫.০ আয়োজনে শনিবার দিনব্যাপী আলোচনা, জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনী ধারণায় পূর্ণ ছিল। বুফে ডিনার এবং গুড়ি ব্যাগ বিতরণের মাধ্যমে ইভেন্টটি শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি