Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরীয় নাগরিক নৌকায় পালিয়ে দক্ষিণ কোরিয়ায়

৪ জুলাই ২০১৪:

উত্তর কোরিয়ার এক ব্যক্তি দেশ ত্যাগ করে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পালিয়েছেন। একটি কাঠের ছোট নৌকা ব্যবহার করে পীত সাগরের কঠোর নিরাপত্তা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রম করে তিনি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান।এটি একটি বিরল ঘটনা।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ (জেসিএস) জানান, ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বায়েংনিয়ং দ্বীপে পৌঁছানোর পর তার দেশ ত্যাগ করার ইচ্ছার কথা জানান।

다운로드 (9)জেসিএস মুখপাত্র এএফপিকে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক জেসিএসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, দ্বীপটিতে পৌঁছানোর সময় নৌকাটি ‘অর্ধ ডোবা’ ছিল।

উল্লেখ্য, প্রতি বছর উত্তর কোরিয়ার অনেক নাগরিক দক্ষিণ কোরিয়ায় চলে যায়। এদের অধিকাংশ প্রথমে চীনে এবং পরে তৃতীয় কোন দেশ হয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যায়।