
রাজধানীর ভাটারায় ইসমাইল সরকার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রবিবার (৫ জানুয়ারি) ডিএমপির ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ভাটারা পশ্চিম নূরের চালার বাসিন্দা নাসির উদ্দিন সরকারের ছেলে ইসমাইল।
এসআই বলেন, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ভাটারা থানাধীন পশ্চিম নূরের চালা কলতান স্কুল রোড হামিদ প্লাজা, নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের পরিবারের বরাত দিয়ে এসআই আরও বলেন, ছেলেটি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো। প্রায় সময় চুপচাপ থাকতো। পারিবারিক কোনও বিষয় নিয়ে অভিমান করে অগোচরে শনিবার বিকালে ইসমাইল সরকার তার রুমে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে থানায় খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।





































