দেশের স্কিনকেয়ার পণ্যের মানকে আরও আধুনিক ও গ্রাহকদের জন্য উপযুক্ত করার উদ্দেশ্যে বিআরআইসিএমের সাথে যৌথ গবেষণা করতে চায় কসল্যাব। কসল্যাব পার্সোনাল কেয়ার লিমিটেডের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট (বিআরআইসিএম) পরিদর্শন করেছে।
এ সফরের লক্ষ্য ছিল গবেষণা ও উন্নয়ন, প্রশিক্ষণ, যৌথ উদ্যোগ, বিশ্লেষণমূলক সেবা এবং সম্ভাব্য অন্যান্য সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা।
বিআরআইসিএম-এর মহাপরিচালক ড. এ কে এম আজাদুর রহমান এই আলোচনায় উপস্থিত থেকে তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। আলোচনা শেষে উভয় পক্ষই ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।