বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করা হয়।
বৈষম্যবিরোধীদের প্রতি ইঙ্গিত করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অনেকেই বলেন, দিল্লি-তুরস্কর মতো দল করবেন। যে আদলে দল করেন আমাদের কোনও বাধা নেই। কারণ এ দেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দল করেন আর দলে আসেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
বিএনপি অতীতেও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আর একটি দল আছে যারা স্বাধীনতাবিরোধী ছিল; তাদের উদ্দেশে বলতে চাই, কীসের তালবাহানা শুরু করেছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কী তালবাহানা শুরু করেছেন? গণতন্ত্রের স্বপক্ষের শক্তি বিএনপি; তারা এখনও রাস্তায়। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত আপনার সরকার। ছাত্র-জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে। দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে, তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের রুখে দিতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।