শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ২:২৭ অপরাহ্ন
শেয়ার

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১


কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১

 

কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে পাশের সমিতি পাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়, এ সময় একজন নিহত হয়েছে । সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন গণমাধ্যমকে জানায়, সদর হাসপাতাল থেকে আমাদের কাছে একটি তথ্য এসেছে। গুলিবিদ্ধ একজন নিহত হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।

এর আগে আইএসপিআর-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’