রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার টাউন হলে এক ব্যবসায়ী ঈদের সালামি দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল (২৪ মার্চ) তার অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মনির হোসেন। তিনি একটি আবাসন কোম্পানির পরিচালক।
গুলির ঘটনার বিষয়ে মনির হোসেন টিবিএসকে বলেন, ‘সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দুই যুবক আমার অফিসে এসে বলেন, তাদের ঈদের সালামি বাবদ ৫০ লাখ টাকা দিতে হবে; শীর্ষ সন্ত্রাসী ইমন তাদের পাঠিয়েছে। কিন্তু আমি তাদের বলি, কেন ঈদের সালামি দিতে হবে। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এরপর পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা আসেন তদন্তে।’
কসি আলী ইফতেখার হাসান বলেন, গুলি করার ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা-ও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।