সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) সিঙ্গাপুরের আয়োজনে প্রবাসী বাংলাদেশি নানান শ্রেণীপেশার বাংলাদেশী এবং অভিবাসী কর্মীদের নিয়ে পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের।
প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্ট, ক্রীড়ানু্রাগী, একতা ও সাংস্কৃতিক মেলবন্ধনে উপস্থিত হয়ে পরিবারবর্গ, সমাজের সকল সদস্য এবং সর্বস্তরের দর্শকদের সানন্দ অংশগ্রহণে উপভোগ্য হয়ে উঠেছিল প্রবাসের মাটিতে এমন আয়োজন,
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোঃ তৌহেদুল ইসলাম এনডিসি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় এবং NTUC-এর প্রতিনিধিরা,
“টুর্নামেন্টের সেরা খেলোয়াড়” হিসেবে পুরস্কৃত হয়েছেন মুহাম্মদ সালাউদ্দিন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টফি অর্জন করেছে SBM গ্রুপ,প্রতিদ্বন্দিতামূলক আয়োজনে SBM গ্রুপ ক্রিকেট দলের খেলোয়াড়দের দুর্দান্ত ও রোমাঞ্চকর পারফরম্যান্স উপভোগ করেছে উপস্থিত দর্শকরা, টুর্নামেন্ট জুড়ে SBM গ্রুপের অসাধারণ খেলা সকলকে মুগ্ধ করেছে, এবং মুহাম্মদ সালাউদ্দিনের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল বিশেষভাবে প্রশংসনীয়।
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতার ক্ষেত্রে এস বি এস নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে প্রবাসীদের কমিউনিটিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে এসবিএস।