ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন কমান্ডার ও এক সেনা নিহত হয়েছে। আইআরজিসি’র ইউনিট আনসার আল-মাহদি কর্প নিশ্চিত করেছে, ইরানের জানজান প্রদেশে ইসরায়েলি হামলায় তাদের এক কমান্ডার এবং একজন সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরা।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন- ইজরুদ জেলার আইআরজিসি কমান্ডার রেজা নাজাফি এবং সৈনিক হাসান রাসুলি।
শুক্রবার থেকে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরানজুড়ে ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী, নারী ও শিশুরা রয়েছে।