ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তার দেশের নেই। রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে, আরও শত শত বীর তা তুলে নেবেন। তাই শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আক্রমণকারী নয়, ইসরায়েলের হামলা প্রতিহত করতে আমাদের সবাইকে একসঙ্গে, হাতে হাত ধরে দাঁড়াতে হবে।
পেজেশকিয়ান বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে। ন্যায়বিচার চাওয়ার অধিকার আমাদের জনগণের আছে। আমরা আমাদের অবস্থানে অটল থাকব।