সোমবার । জুলাই ১৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ জুন ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
শেয়ার

পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে ইরান


'ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে আমেরিকার সাথে কোনো দরকষাকষি হবে না'

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যেতে দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরির ব্যাপারে তেহরান উৎসাহিত নয়। খবর আল–জাজিরার।

ইসমাঈল বাকাই বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে, আমরা একটি উপযুক্ত সিদ্ধান্ত নেব। সরকারকে সংসদীয় বিল প্রয়োগ করতে হবে তবে এই ধরণের একটি প্রস্তাব কেবল প্রস্তুত করা হচ্ছে এবং আমরা পরবর্তী পর্যায়ে সংসদের সাথে সমন্বয় করব।’

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংসদ সদস্যরা একটি বিল প্রস্তুত করছেন যা তেহরানকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দিকে ঠেলে দিতে পারে।

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের উদ্যোগে ১৯৬৮ সালে এনপিটি সই করা হয়েছে । এখন পর্যন্ত এ চুক্তিতে সই করেছে ১৯১টি দেশ। পাঁচ বছর পরপর দেশগুলো চুক্তিটি পর্যবেক্ষণ করে।

এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্স বাদে অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে জাতিসংঘের নজরদারিতে পারমাণবিক উপায়ে শক্তি উৎপাদন করতে পারবে।