দক্ষিণ ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। আবাসিক ভবনগুলোতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে গেছেন অগ্নিনির্বাপককর্মী ও প্যারামেডিকসরা।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এতে পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।
ধারণা করা হচ্ছে, ইরান আবারও গ্যাভ-ইয়াম উন্নত প্রযুক্তি পার্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে। গাভ–ইয়াম পার্কে রোবোটিকস ও তথ্যবিজ্ঞান নিয়ে গবেষণা হয়। বেন গুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে, এটি ইসরায়েলি সেনাবাহিনীর সি৪ আই শাখার ক্যাম্পাসের কাছে।
আল জাজিরার খবরে বলা হচ্ছে, হামলার ফলে প্রযুক্তি পার্ক এবং কেন্দ্রীয় রেলস্টেশনে দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কেন্দ্রীয় রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় সকালের আগে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানায় অধিকাংশ অফিস তখনো খোলা হয়নি। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বিবিসি বলছে, গতকাল বৃহস্পতিবার সকালে কাছাকাছি অবস্থিত সোরোকা হাসপাতালে ইরান হামলা চালায়। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল নয়, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যালয় তাঁদের হামলার লক্ষ্যবস্তু ছিল।