মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যে চলমান সংঘাতের মধ্যেই ইরান গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা শত্রুর পক্ষে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছিল। দেশটির দাবি, এদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— ইসরায়েলের পক্ষে কাজ করা ও তাদের জন্য গোপন তথ্য সংগ্রহ, ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিনষ্টের উদ্দেশ্যে গুজব ও ভীতি ছড়ানো।
প্রসিকিউটরদের দাবি, এই ব্যক্তিরা দেশের সমাজে মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরির পরিকল্পনায় যুক্ত ছিল এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছিল।
বিশ্লেষকদের মতে, এই অভিযান এমন এক সময়ে চালানো হলো, যখন গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে চলমান সংঘাতে ইতোমধ্যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।