বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুন ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
শেয়ার

টিউলিপের বিষয়ে ইন্টারপোলের সাথে সমন্বয় করবে দুদক


টিউলিপের বিষয়ে ইন্টারপোলের সাথে সমন্বয় করবে দুদক

টিউলিপ সিদ্দিকী আদালতের একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি এখন পালাতক। তার বিষয়ে ইন্টারপোলের সাথে যোগাযোগের মাধ্যমে সমন্বয় করে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ ড. আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, এখন চিঠিপত্র পেয়ে মনে হচ্ছে, চিঠিপত্রের মাধ্যমে মামলা নিস্পত্তি করতে হবে! এটাতো কাম্য নয়। আদালতে মামলা হলে আমাদের মোকাবেলা করতে হবে এটাই করা উচিত। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উচিত আদালতে তা মোকাবেলা করা।

তিনি আরও বলেন, এটা কি কখনো হয় যে, একজন আসামি চিঠি দিয়ে বলবেন ৭ দিনের মধ্যে আমার চিঠির জবাব না দিলে ধরে নেব আমি অব্যাহতি পেয়েছি। এটা হতে পারে না। এটা হাস্যকর।

টিউলিপকে মামলা মোকাবেলার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, টিউলিপ সিদ্দিকী নিশ্চয়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে বিদ্যমান আইনে তিনি মামলা মোকাবেলা করবেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে আমরা একাধিকবার বলেছি এটা রাজনৈতিক বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। আমাদের অনেক আসামির মধ্যে তিনিও একজন। আমাদের কাছে তিনি বাংলাদেশর নাগরিক। তার জাতীয় পরিচয়পত্র, টিআইন আছে। তিনি এনবিআর-এ ট্যাক্স রিটার্ন দাখিল করেছেন।