আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রাথমিক পর্বে জয়ী হয়েছেন জোহরান মামদানি, যিনি জয়ী হলে হবেন শহরটির প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। এই জয় তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করায় মামদানির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।
প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই হিন্দু কট্টরপন্থী মহলে মামদানিকে ঘিরে ক্ষোভ বাড়তে থাকে। কেউ তাঁকে ‘জিহাদি’ আবার কেউ ‘ভারতবিরোধী’ বলে অভিহিত করছেন।
মোদির সমর্থকেরা অভিযোগ করছেন, মামদানি হিন্দুত্ববাদকে আঘাত করার লক্ষ্যে কাজ করছেন। ২০২০ সালে টাইমস স্কয়ারে বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ এবং সম্প্রতি গাজায় ইসরায়েলের হামলার নিন্দা করা নিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছেন।
মামদানির বিরুদ্ধে এই সমালোচনা শুধু ভারতেই সীমাবদ্ধ নেই। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সিএসওএইচ-এর মতে, তাঁকে টার্গেট করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মোদির বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থানই হিন্দু জাতীয়তাবাদীদের ক্ষুব্ধ করেছে।
মামদানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি মোদির সঙ্গে দেখা করবেন না কারণ তিনি তাঁকে মানবতাবিরোধী অপরাধে জড়িত মনে করেন। চূড়ান্ত পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস।
সূত্র: আলজাজিরা