গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা ও কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিলে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকায় বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার (৫৫)-এর ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ওই হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াত নেতারা। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ ও নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এসব হামলায় জড়িত ছিল ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা।








































