
বিশ্বজুড়ে কার্যক্রম পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশে খুচরা ব্যাংকিং (রিটেইল ব্যাংকিং) কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করার ঘোষণা দিয়েছে এইচএসবিসি ব্যাংক।
চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে ধাপে ধাপে এই কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে বলে আজ বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে এইচএসবিসি বাংলাদেশ।
ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশে তাদের খুচরা ব্যাংকিং সেবা পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বৈশ্বিক এইচএসবিসি গ্রুপের পোর্টফোলিও পুনর্গঠনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
প্রস্থান পরিকল্পনার অংশ হিসেবে, ব্যাংকটি অবিলম্বে নতুন খুচরা গ্রাহক গ্রহণ বন্ধ করবে, এবং বিদ্যমান গ্রাহকদের জন্য ধাপে ধাপে সেবার রূপান্তর ও সমাপ্তি প্রক্রিয়া শুরু করবে। তবে পুরো প্রক্রিয়া হবে পরিকল্পিত ও সাবলীল বলে আশ্বস্ত করেছে ব্যাংকটি।
এইচএসবিসি আরও জানিয়েছে, তাদের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিআইবি) কার্যক্রম বাংলাদেশে অব্যাহত থাকবে এবং তাতে কোনো প্রভাব পড়বে না।
বিবৃতিতে ব্যাংকটি বলেছে, “বাংলাদেশে আমাদের করপোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের জন্য দেশের গুরুত্ব আমরা বুঝি এবং এই খাতে আমরা আরও বিনিয়োগ করব, যাতে দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানো যায়।”







































