শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ অগাস্ট ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
শেয়ার

পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান


Putin Zelenesky

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রচেষ্টায় ক্লান্ত হয়ে পড়ায় এবং ইউক্রেনের ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় মস্কো ঠান্ডা জল ঢেলে দেওয়ায় শুক্রবার রাশিয়া-ইউক্রেন শীর্ষ সম্মেলনের সম্ভাবনা ম্লান হয়ে গেছে।

সোমবার ট্রাম্প এই বলে প্রত্যাশা বাড়িয়েছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি মুখোমুখি দেখা করতে রাজি হয়েছেন। কিন্তু শুক্রবার তিনি এই দুই ব্যক্তিকে ‘তেল এবং ভিনেগার’- এর সাথে তুলনা করেছেন।

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টা থেমে যাওয়ায় ‘কোনও বৈঠক’ এর পরিকল্পনা করা হয়নি। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

মস্কো ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে অথবা তিনি ‘কিছুই নাও করতে পারেন’ উল্লেখ করে ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেন শান্তি প্রচেষ্টার বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ট্যাঙ্গো (দক্ষিণ আমেরিকার নাচ) করতে দুইজন লাগে।’

তিনি আরও বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে, আমরা জানতে পারব আমি কোন পথে যাচ্ছি।

বৃহস্পতিবার, জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা একটি বৈঠক আয়োজন থেকে সরে আসার চেষ্টা করছে। তিনি আরো বলেন, মস্কো আক্রমণ চালিয়ে যেতে চায়।