অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে আল-মুগাইর নামের একটি গ্রামে প্রায় তিন হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা শূন্য দশমিক ২৭ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত গ্রামটিতে প্রায় চার হাজার মানুষের বসবাস।
গ্রাম পরিষদের উপপ্রধান মারজুক আবু নাইম ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, শনিবার ভোর থেকে ইসরায়েলি সেনারা ৩০টির বেশি বাড়িতে ঢুকে স্থানীয়দের সম্পদ ও গাড়ি ভাঙচুর করে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ২ হাজার ৩৭০টিরও বেশি হামলা চালিয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে রামাল্লা অঞ্চলে।
জলপাই গাছকে ফিলিস্তিনের সংস্কৃতি ও অর্থনীতির অন্যতম প্রতীক হিসেবে দেখা হয়। কয়েক দশক ধরে দখলকৃত ভূখণ্ডে গাছ উপড়ে ফেলা ও কৃষিজমি দখলের মতো পদক্ষেপ নিয়ে আসছে ইসরায়েলি বাহিনী, যার লক্ষ্য ফিলিস্তিনিদের জমি থেকে উচ্ছেদ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
অন্যদিকে ইসরায়েলি সেনারা দাবি করেছে, উপড়ে ফেলা জলপাই গাছগুলো গ্রামের ভেতর দিয়ে বসতি এলাকার দিকে যাওয়া প্রধান সড়কের জন্য ‘নিরাপত্তা হুমকি’ তৈরি করছিল।



































