শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা


Myanmarমিয়ানমারের সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা বোমা হামলা চালিয়ে দেশের ঐতিহাসিক রেলসেতু ধ্বংস করেছে বলে দাবি করেছে জান্তা সরকার। ঔপনিবেশিক আমলে নির্মিত বিশ্বের অন্যতম উঁচু রেলওয়ে সেতুটি রবিবার বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন জানান, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যৌথভাবে এই হামলা চালিয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচু রেলসেতুটি ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত হয় এবং দীর্ঘদিন বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবে পরিচিত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্ত করা এই সেতুটি আংশিক ধসে পড়েছে ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, আসলে সেনাদের চালানো ড্রোন হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, “সকালে জান্তা আমাদের ঘাঁটিগুলোতে বোমা ফেলতে গিয়ে রেলসেতুতেও আঘাত হানে।”

উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার গৃহযুদ্ধের কবলে রয়েছে। সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা বাহিনী ও টিএনএলএর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনাও ঘটে।

সূত্র: এএফপি