
গাজার রাজধানী গাজা সিটি ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ৬ আগস্ট থেকে জেইতুন ও সাবরা মহল্লায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে ইতোমধ্যে এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
রবিবার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, অব্যাহত গোলাবর্ষণ এবং সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় বহু এলাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। জরুরি কর্মীদের কাছে প্রতিনিয়ত নিখোঁজদের খোঁজে অভিযোগ আসছে, কিন্তু সামর্থ্যের ঘাটতি ও তীব্র হামলার কারণে তারা সাড়া দিতে পারছেন না। এদিকে গাজার হাসপাতালগুলো আহতদের উপচেপড়া ভিড়ে হিমশিম খাচ্ছে।
সিভিল ডিফেন্সের মতে, মাঠ পর্যায়ের উদ্ধারকর্মীদের সামর্থ্য বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ গাজা সিটির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সংস্থাটি আরও জানায়, গাজা উপত্যকায় এখন কোনো স্থানই নিরাপদ নয়। উত্তর থেকে দক্ষিণ—সব জায়গাতেই গোলাবর্ষণ চলছে। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুতদের শিবির পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইসরায়েলি ট্যাঙ্ক ইতোমধ্যে সাবরা মহল্লায় প্রবেশ করেছে। পুরো গাজা সিটি দখলের পথে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা। এর ফলে শহরের প্রায় ১০ লাখ ফিলিস্তিনি দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।



































