
ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে জানা যায়, রোববারের এ হামলায় সরকারি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বোমা ফেলা হয়।
হুথি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত ৬ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়, হামলায় প্রেসিডেন্ট প্রাসাদ, রাজধানী সচিবালয়, রাষ্ট্রীয় তেল কোম্পানির ভবন, জ্বালানি ডিপো ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার হুথি যোদ্ধারা তেল আবিবে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা ঘরবাড়িতে ক্ষতি করলেও প্রাণহানি ঘটেনি।
গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে হুথিরা। এর প্রতিক্রিয়ায় হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে বারবার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।



































