শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

ইন্টেলের পর আরো কোম্পানিতে অংশীদারি ‘নিতে পারে’ মার্কিন সরকার


US-Govt
যুক্তরাষ্ট্র সরকার চিপ নির্মাতা ইন্টেলকে অংশীদারি হিসেবে নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য কোম্পানিতেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক হাসেট সিএনবিসি সাক্ষাৎকারে ট্রাম্পের সার্বভৌম সম্পদ তহবিল পরিকল্পনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমি নিশ্চিত, সেমিকন্ডাক্টর শিল্প বা অন্যান্য ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে আরও লেনদেন হবে।”

এর আগে ইন্টেলের সঙ্গে চুক্তি অনুযায়ী, মার্কিন সরকার ৪৩৩.৩ মিলিয়ন সাধারণ শেয়ার পাবেন, যা কম্পানির ৯.৯ শতাংশ অংশীদারির সমান। এটি ৮.৯ বিলিয়ন ডলারের বিনিয়োগের সমতুল্য, যার ৫.৭ বিলিয়ন ডলার চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের অধীনে ব্যবহার হবে। এই আইন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পাস হলেও ট্রাম্পের প্রশাসন এটিকে সমালোচনা করেছে।

হাসেট বলেন, “আগে ফেডারেল সরকার শুধু অর্থ দিত, কিন্তু ইন্টেলের মতো চুক্তির ক্ষেত্রে এসব শেয়ারে ভোটাধিকার থাকবে না। সরকার কোম্পানির পরিচালনায় হস্তক্ষেপ করবে না।”

তবে ইন্টেল সতর্ক করেছে, সরকারি অংশীদারি ভবিষ্যতে সরকারি অনুদান প্রাপ্তির ক্ষমতাকে সীমিত করতে পারে এবং আন্তর্জাতিক ব্যবসার ওপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে। তহবিলের শর্ত পূরণের ক্ষমতা এখনও অস্পষ্ট।

চুক্তি সমালোচকরা বলছেন, ব্যবসায়িক সিদ্ধান্তে রাজনীতির প্রভাব দেখা দিলে এটি কোম্পানির কার্যকারিতার জন্য ক্ষতিকর হতে পারে।

ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের পদে ফিরে আসার পর হোয়াইট হাউস একটি সার্বভৌম সম্পদ তহবিল স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। সার্বভৌম তহবিল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল, যা দেশের অতিরিক্ত রিজার্ভ ব্যবহার করে দীর্ঘমেয়াদি রিটার্ন অর্জনের জন্য বিনিয়োগ করে।

হাসেট উল্লেখ করেছেন, ইন্টেলের সঙ্গে চুক্তি “একটি অত্যন্ত বিশেষ পরিস্থিতি থেকে এসেছে, কারণ ইন্টেলের জন্য চিপস অ্যাক্টের বিপুল অর্থায়ন নির্ধারিত ছিল।”