ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ছয়জন সাংবাদিকও। সোমবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ, খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর দ্বৈত বোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক ছিলেন। এছাড়া খান ইউনুসে গুলি করে হত্যা করা হয়েছে ফিলিস্তিনি সাংবাদিক হাসান দুওহানকে। এতে একদিনেই নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
অন্যদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ, বেথলেহেম ও জেরুজালেমের আশপাশে অভিযান চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এসব অভিযানে বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়েছে।
এদিকে ইসরায়েলি বিমানবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উত্তর গাজার বুরেইজ শরণার্থী শিবির, মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকা এবং দক্ষিণের খান ইউনুসে বসতবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধের দুই বছরে এ উপত্যকায় প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন।



































