
চীনের তৈরি ৬ হাজার মিটার গভীর সমুদ্র অনুসন্ধানযান ‘হাইছিন’ সাগরে তার প্রথম সফলতা অর্জন করেছে। ২৩ আগস্ট পরিচালিত এ মিশনে যানটি ৪,১৪০ মিটার গভীরতায় ডুব দিতে সক্ষম হয় এবং সিস্টেমের পূর্ণাঙ্গ কার্যক্ষমতা দেখিয়েছে।
হাইছিন একাধিক ডাইভ সম্পন্ন করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছে।
মিশনের প্রধান ও সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র অনুসন্ধান কেন্দ্রের প্রধান প্রকৌশলী ছুই ইউনলু জানান, সমুদ্র পরীক্ষার আগে এ যন্ত্র স্থলের পরীক্ষায় ৬ হাজার মিটার চাপ সহ্য পরীক্ষায় উতরে গেছে। নিয়ম অনুযায়ী, সমুদ্রের ৬ হাজার মিটার গভীরে কাজ করার জন্য একটি যানকে ৪ হাজার মিটার সমুদ্র পরীক্ষায় পাস করলেই হয়।
হাইছিন যানটিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ জাহাজ ‘চোং শান দা সুয়ে’তে স্থাপন করা হয়। যানটি নির্ভুলভাবে সমুদ্রতলের গবেষণা লক্ষ্যবস্তু চিহ্নিত, পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করতে পারে। দীর্ঘমেয়াদি সামুদ্রিক জরিপ, জীববৈচিত্র্য গবেষণা, নতুন প্রজাতি আবিষ্কার এবং জিন সংগ্রহেও ব্যবহার করা যাবে এটাকে।



































