শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জন নিহত


Helicopter crashes in UK

যুক্তরাজ্যের আইল অব ওয়াইট দ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৫ আগস্ট) সকালে শ্যাঙ্কলিন শহরের উপকণ্ঠের একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চারজন আরোহী ছিলেন। আহত একজনকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ‘জি-ওসিএলভি’ মডেলের ওই হেলিকপ্টারটি নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারসের মালিকানাধীন। প্রশিক্ষণ চলাকালে এটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর বিধ্বস্ত হয়।
ঘটনার পর বিপুল সংখ্যক জরুরি সেবার গাড়ি সেখানে পৌঁছায় এবং সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয়দের ওই পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, হেলিকপ্টারটি মাটিতে পড়ার আগে আকাশে ঘূর্ণায়মান অবস্থায় নেমে আসছিল। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।