
চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেট না দিলে এ শুল্ক আরোপ করা হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিশ্ববাজারে ম্যাগনেট ও বিরল খনিজ উপাদানে চীনের আধিপত্য রয়েছে। বর্তমানে বৈশ্বিক চাহিদার প্রায় ৯০ শতাংশই দেশটি সরবরাহ করে থাকে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ ও বিভিন্ন প্রযুক্তি পণ্যে অপরিহার্য। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে বেইজিং এ খাতে রপ্তানি সীমিত করার পদক্ষেপ নেয়।
ট্রাম্পের বক্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনের ১০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয়েছে। কোম্পানিটি বিরল খনিজ উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
অন্যদিকে চীনের রপ্তানি পরিসংখ্যান ভিন্ন চিত্র দেখাচ্ছে। গত জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি আগের মাসের তুলনায় ৪ হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে বলে চীনা কাস্টমসের তথ্য জানায়।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে শুল্ক বিরোধ অনেক দিন ধরেই চলছে। চলতি মাসের শুরুতে সমঝোতার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন হুমকি আবারও উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি তিনি একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন। এ আদেশ না হলে শুল্কহার ১৪৫ শতাংশে পৌঁছে যেত। এর আগে গত মে মাসে উভয় দেশ শুল্ক কমানোর বিষয়ে সাময়িক সমঝোতায় পৌঁছেছিল।



































