শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ নভেম্বর ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত তিন-চার দিনের মধ্যে: আইন উপদেষ্টা


Asif Nazrul 1

ফাইল ছবি

আগামী তিন থেকে চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোর প্রত্যাশা ছিল। তবে শুধু প্রত্যাশায় বসে থাকিনি, আমরা ইতোমধ্যে নিজেদের উদ্যোগে কাজ করেছি। সনদ বাস্তবায়নে কী কী সিদ্ধান্ত নিয়েছি তা খুব শিগগিরই জানানো হবে।”

ড. আসিফ নজরুল আরও বলেন, উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। সব দলের প্রত্যাশা ও জনস্বার্থকে বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপই নেওয়া হবে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সনদ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তিনি।