
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৪৪৮ টাকায়
এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৪৪৮ টাকায়, যা পূর্বের তুলনায় ৪ হাজার ১৮৮ টাকা বেশি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে অস্থিরতার কারণে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর কার্যকর হবে বুধবার (১২ নভেম্বর) থেকে।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সব ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে—
২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০৮,৪৪৮ টাকা
২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৯,০৬৬ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৭০,৫৩৫ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৪১,৮৭৮ টাকা
এছাড়া রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে। নতুন দরে—
২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম: ৪৩৬৪ টাকা
২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম: ৪৩৪৭ টাকা
১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম: ২৯৮ টাকা
সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম: ২২৩ টাকা
বাজুসের নির্দেশনা অনুযায়ী, বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে চূড়ান্ত মূল্য নির্ধারণ করতে হবে।

































